শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গবভনে আসছেন অতিথিরা
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গবভনে আসতে শুরু করছেন আমন্ত্রিত অতিথিরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট ) সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে বঙ্গবভনে আমন্ত্রিত অতিথিদের গাড়ি প্রবেশ করতে শুরু করেছে।
বিজ্ঞাপন
প্রধান ফটকে দেখা গেছে, বঙ্গবভনে প্রবেশর জন্য আসা আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণপত্র দেখে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন সেনা সদস্যরা।
বিজ্ঞাপন
রাত সাড়ে ৮টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথবাক্য পাঠ করাবেন। প্রায় ৪০০ অতিথির জন্য দরবার হলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন
নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা প্রাথমিকভাবে ১৭ জন বলে জানা গেছে।
উল্লেখ্য, ফ্রান্সের প্যারিস থেকে বৃহস্পতিবার দুপুরে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস।
এনআই/এসকেডি