সঠিকভাবে মাস্ক না পরায় ১৫ জনকে জরিমানা
স্বাস্থ্যবিধি নিশ্চিতে ডিএমপির অভিযান
করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৭ মে) বিকেলে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশের নেতৃত্বে খিলগাঁওয়ের তালতলা এলাকার সিটি করপোরেশন সুপার মার্কেট ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাস্ক না পরার অপরাধে এ সময় ১৫ জনকে ৮ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
ডিএমপি বলছে, করোনাভাইরাস সংক্রমণ ইস্যুতে মাস্ক পরাসহ নতুন কয়েকটি নির্দেশনা দিয়েছে সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, মাস্কই করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে পারে। সরকারি নির্দেশনা পরিপালন নিশ্চিতে চলমান অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশ বলেন, স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে মাস্ককে করোনা সংক্রমণ রোধে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিযানকালে মাস্ক না পরা, মাস্ক পরতে অনীহা, মাস্ক হাতে রাখা এবং থুতনিকে মাস্ক ঝুলিয়ে রাখার কারণে মোট ১৫ জনকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
জেইউ/আরএইচ