দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। ইতোমধ্যে কিছু এলাকায় কালবৈশাখী শুরু হয়েছে। এছাড়া একাধিক স্থানের নৌবন্দরগুলোকে ২ নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের নদীবন্দরের সতর্ক সংকেত বিভাগ থেকে বলা হয়েছে, শুক্রবার (৭ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ২ নং পুনঃ সতর্ক সংকেত দেখা বলা হয়েছে।

পাশাপাশি বিভিন্ন অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি বয়ে যেতে পারে। সেসব অঞ্চলে ১ নং পুনঃ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এসব তথ্যের নিশ্চয়তা দিয়ে ঢাকা পোস্টকে বলেন, ইতোমধ্যে রাজশাহী অঞ্চলের ঝড় শেষ হওয়ার পথে। ঝড় এখন পাবনা ও মানিকগঞ্জের পথে রয়েছে। আর এক থেকে দুই ঘণ্টার মধ্যে ঢাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস শুক্রবার রাতে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় সন্ধ্যায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার। আর বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙ্গামাটিতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুরে ৬৭ মিলিমিটার। এছাড়া রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বেশ ভালো বৃষ্টিপাত হতে দেখা গেছে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় তেমন উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

একে/ওএফ