আলী হায়দার

চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী ও বর্তমান জামায়াত নেতা আলী হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ মে) তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, চান্দগাঁও আবাসিক বি-ব্লক জামে মসজিদে দ্বিতীয় তারাবিহর নামাজ আদায় করাকে কেন্দ্র করে সহিংস ঘটনা ঘটে। এ সময়ে যারা মসজিদে উশৃংঙ্খলতা দেখিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম আলী হায়দার।  মসজিদে সহিংস ঘটনায় চান্দগাঁও থানায় ১৫ এপ্রিল একটি মামলা দায়ের করা হয়েছে। 

এ মামলার এজাহারভুক্ত আসামি আলী হায়দার। তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী ও বর্তমান জামায়াত নেতা। মসজিদে সহিংসতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আলী হায়দারকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন ওসি।

কেএম/আরএইচ