ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল রোববার (১৮ আগস্ট) থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে।  

শুক্রবার (১৭ আগস্ট) ভিএফএস গ্লোবাল তাদের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তারা জানায়, রোববার (১৮ আগস্ট) থেকে ভিএফএস গ্লোবালের ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ভিসা আবেদন কেন্দ্রে পুনরায় স্বাভাবিক কার্যক্রম চালু হবে।

এর আগে ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল রোববার (১১ আগস্ট) থেকে ঢাকা, চট্টগ্রাম ও সি‌লে‌টে ভিসা আবেদন কেন্দ্র পাসপোর্ট ডেলিভারির জন্য চালু করে।

এসএসএইচ