সাগরে লঘুচাপ
রাত ১টার মধ্যে দেশের ১১ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেজন্য এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, আজ বিকেল সাড়ে ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে। এসময়ের মধ্যে ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে ১১টি অঞ্চলে। সেগুলো হলো– ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আরও জানানো হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এর আগে আজ সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির বিষয়টি জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের ফলে আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে তাপমাত্রাও কমবে ১-৩ ডিগ্রি সেলসিয়াস।
আরএইচটি/এসএসএইচ