চুক্তিতে সচিব হওয়ার একদিন পরই সিনিয়র সচিব পদে পদোন্নতি
অবসরে যাওয়া পাঁচজন অতিরিক্ত সচিবকে শনিবার (১৭ আগস্ট) সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। রোববার (১৮ আগস্ট) তাদেরকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সিনিয়র সচিব হওয়া এই পাঁচজনই আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব থেকে অবসরে যান।
বিজ্ঞাপন
রোববার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- ড. শেখ আব্দুর রশিদ (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব), ড. নাসিমুল গণি (রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব), এম এ আকমল হোসেন আজাদ (রেলপথ মন্ত্রণালয়ের সচিব), মো. এহছানুল হক (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব) এবং ড. মোহাম্মদ আব্দুল মোমেন (জননিরাপত্তা বিভাগের সচিব)।
এসএইচআর/জেডএস