সচিবালয়ের সামনে অবস্থান
রাজস্ব খাতে চাকরি স্থানান্তরের দাবি তথ্য আপায় কর্মরতদের
চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে রাজস্ব খাতে চাকরি স্থানান্তরের দাবি জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা থেকে বাস্তবায়িত ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরতরা।
সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে তথ্য আপা প্রকল্পে কর্মরত নারীরা সচিবালয়ের সামনে অবস্থান করে এ দাবি জানান।
বিজ্ঞাপন
এর আগে রোববার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নেন তারা।
মৌলভীবাজারের তথ্য সেবা কর্মকর্তা জেবিন চৌধুরী বলেন, আমরা চাই আমাদের প্রজেক্টটা যেন রাজস্বতে যায়। গতকাল প্রধান উপদেষ্টার বাসার সামনে আমরা অবস্থান নিয়েছিলাম। সেখানে আমাদের বলা হয়েছে- তারা কিছুটা সময় নিচ্ছেন। আমাদের জানানো হবে। আমরা সকাল থেকেই সচিবালয়ের সামনে অবস্থান করছি।
জানা গেছে, ‘তথ্য আপা’ প্রকল্পে দুই হাজারের বেশি নারী কর্মরত রয়েছেন। তারা সবাই চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত। এই প্রকল্পটি সব নারী দ্বারা পরিচালিত হয়।
এসএইচআর/এমএসএ