সচিবালয়ের সামনে মানববন্ধন
ভিসা নিয়ে শ্যাডোর প্রতারণা, মামলা নিচ্ছে না পল্লবী থানার ওসি
ইউরোপের বিভিন্ন দেশের ভিসা দেওয়ার কথা বলে টাকা নিয়ে আত্মসাৎ করেছে শ্যাডো ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। এ ঘটনায় মামলা করতে চাইলেও পল্লবী থানার ওসি মামলা নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ের সামনে এক মানববন্ধনে এ অভিযোগ করা হয়।
বিজ্ঞাপন
ভুক্তভোগী সকল অভিযোগকারীর পক্ষে মো. আনিসুর রহমান বলেন, আমরা প্রত্যেকে বাংলাদেশের নাগরিক। পল্লবীর শ্যাডো ইন্টারন্যাশনাল লিমিটেড আমাদের প্রায় পাঁচশজন লোককে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা দেওয়ার কথা বলে টাকা নিয়েছে। আমাদের বিভিন্ন সময় ধাপে ধাপে সকলে প্রায় ১ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা করে দেই। আমাদের সকলকে ভিসা আজ দিচ্ছি, কাল দিচ্ছি বলে ঘুরাচ্ছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, সর্বশেষ গত ১১ আগস্ট সকাল আনুমানিক সাড়ে ১০টার সময় আমরা সকলে শ্যাডো ইন্টারন্যাশনাল লিমিটেডের অফিসে গেলে তা তালাবদ্ধ পাই এবং সেখানে শ্যাডো ইন্টারন্যাশনাল লিমিটেডের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। শ্যাডো ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর একটি ভিডিও বার্তা দেন সেই বার্তা থেকে বুঝা যায় যে এই চক্রের সঙ্গে পল্লবী থানার ওসি রাব্বানি জড়িত আছেন।
তিনি আরও বলেন, আমরা পল্লবী থানায় মামলা করতে গেলে পল্লবী থানার ওসি আমাদের মামলা নেবে না বলে জানিয়ে দেন। শ্যাডো ইন্টারন্যাশনাল লিমিটেড আমাদের কাছ থেকে আনুমানিক ২ হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। আমাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে এবং সকল অপরাধীদেরকে আইনের আওতায় এনে প্রতারণা আইনের সর্বোচ্চ শাস্তি প্রদান এবং আমাদের সকলের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন করতে এসেছি।
এসএইচআর/এমএসএ