ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স থেকে মোজাম্মেল বাবুর পদত্যাগ
ছবি: সংগৃহীত
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু।
সোমবার (১৯ আগস্ট) তিনি বিমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
পদত্যাগপত্রে মোজাম্মেল হক বাবু উল্লেখ করেন, দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হওয়ায় গত ১ বছরেরও অধিক সময় তিনি কোনো বোর্ড সভায় উপস্থিত হতে পারেননি। এক বছর আগেই মৌখিকভাবে তিনি চেয়ারম্যানকে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছিলেন।
বিজ্ঞাপন
এ পর্যায়ে তিনি লিখিতভাবে পদত্যাগপত্র দাখিল করেছেন এবং তার অনুপস্থিতির দিন থেকে তা কার্যকর করার অনুরোধ জানিয়েছেন।
এনআই/এমএ