ফেনীতে পাঠানো হয়েছে সেনা-নৌর ২৩১ সদস্য, ৪৮টি উদ্ধারকারী যান
আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া ফেনী জেলায় বন্যা উপদ্রুত এলাকায় সেনা ও নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। সেনা ও নৌবাহিনীর ২৩১ জন সদস্য এবং ৪৮টি উদ্ধারকারী যান সেখানে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, সেনাবাহিনী থেকে ১৬০ জন সদস্য ৪০টি উদ্ধারকারী যান ফেনী জেলায় পাঠানো হয়েছে। এছাড়া একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর ৭১ জন সদস্য ও ৮টি উদ্ধারকারী যান কাজ করছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এছাড়া বিজিবিসহ আরও নৌযান আনানো হচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। বন্যা আক্রান্ত জেলাগুলোর ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
এসএইচআর/জেডএস