বন্যায় পূর্বাঞ্চলের যেসব ট্রেন চলাচল বাতিল হলো
টানা ভারী বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢলে অনেক জেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমির পাশাপাশি তলিয়ে গেছে রেলপথও। ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্যাকবলিত এলাকায় ট্রেন চলাচল স্থগিত রেখেছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রবল বর্ষণ ও অতি বৃষ্টির কারণে পূর্বাঞ্চলের বিভিন্ন সেকশনে রেল লাইনের নিচের মাটি সরে গিয়ে রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটছে। অতি বৃষ্টির কারণে ফাজিলপুর-কালিদহ সেকশনের নিচ থেকে মাটি, পাথরসহ স্লিপার সরে গিয়ে রেল লাইন বেঁকে যায় এবং চট্টগ্রাম-নাজিরহাট-দোহাজারী-কক্সবাজার সেকশনেও একইভাবে লাইনের নিচ থেকে মাটি সরে গিয়ে লাইন বেঁকে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ করার জন্য ডিইএন-১ (চট্টগ্রাম) অনুরোধ জানান।
বিজ্ঞাপন
এছাড়া, অতিরিক্ত বৃষ্টিপাত ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শায়েস্তাগঞ্জ-লস্করপুর সেকশনের কিলোমিটার ২৬০/৯ থেকে ২৬১/১ পর্যন্ত ৯৮ নম্বর রেল সেতুর গার্ডার সমান পানি হওয়ায় ট্রেন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিধায় ট্রেন চলাচল বন্ধ রাখার জন্য এসএসএই (ওয়ে) (শায়েস্তাগঞ্জ) অনুরোধ জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যেসব রুটের ট্রেন বাতিল
ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের সুবর্ণ এক্সপ্রেস (৭০১/৭০২), চট্টগ্রাম-ঢাকা রুটের মহানগর প্রভাতি (৭০৩), ঢাকা-সিলেট-ঢাকা রুটের জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭/৭১৮), উপবন এক্সপ্রেস (৭৪০/৭৩৯), চট্রগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর এক্সপ্রেস (৭২১/৭২২), সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটের উদয়ন এক্সপ্রেস (৭২৩/৭২৪), চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটের মেঘনা এক্সপ্রেস (৭২৯/৭৩০), চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের তূর্ণা নিশীথা এক্সপ্রেস (৭৪১/৭৪২), ঢাকা-সিলেট রুটের কালনী এক্সপ্রেস (৭৭৩), চট্টগ্রাম-জামালপুর-চট্টগ্রাম রুটের বিজয় এক্সপ্রেস (৭৮৫/৭৮৬), চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭), ঢাকা-চট্টগ্রাম রুটের চট্টলা এক্সপ্রেস (৮০২), কক্সবাজার-ঢাকা-কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেস (৮১৩/৮১৪), ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের পর্যটক এক্সপ্রেস (৮১৫/৮১৬), কক্সবাজার-চট্টগ্রাম রুটের ডাউন কক্সবাজার স্পেশাল, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের ঢাকা/চট্টগ্রাম মেইল (১/২), ঢাকা-সিলেট-ঢাকা রুটের সুরমা মেইল (৯/১০) এবং চট্টগ্রাম-ভূয়াপুর রুটের ময়মনসিংহ এক্সপ্রেস (৩৭)।
এমএইচএন/এমজে