রাজধানীর শ্যামপুরের পোস্তগোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাবিব (৩০) নামে এক রাবার ফ্যাক্টরির রোলার মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত হাবিব জামালপুরের দেওয়ানগঞ্জ থানার উত্তর গামারিয়া গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে। বর্তমানে পোস্তগোলা এলাকায় ভাড়া থাকতেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা রাবার ফ্যাক্টরির মালিক মোজাম্মেল বলেন, পোস্তগোলার ডিআইটি প্লটে আমার ‘মেসার্স জিহাদ রাবার ফ্যাক্টরিতে’ রোলার ম্যান হিসেবে কাজ করতো হাবিব। রাতে রোলার মেশিন সেটিং করতে গিয়ে অসাবধানতাবশত মাল্টি প্লাগে বৈদ্যুতিক তারের সংস্পর্শে অচেতন হয়ে পড়ে হাবিব। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় হাবিব আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এমএ