বঙ্গবাজারের ফুলবাড়ীয়া মার্কেটে ক্ষতিগ্রস্তদের দোকান বরাদ্দের দাবি
ফুলবাড়ীয়া আদর্শ মার্কেটের ক্ষতিগ্রস্ত দোকানিদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দোকান বরাদ্দ দেওয়ার মাধ্যমে পুনর্বাসনের দাবি জানিয়েছে ফুলবাড়ীয়া আদর্শ মার্কেট ক্ষতিগ্রস্ত দোকানদার কল্যাণ সমবায় সমিতি।
বুধবার (২৮ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
ব্যবসায়ীরা বলেন, ১৯৯৫ সালের ২৭ নভেম্বর বঙ্গবাজারসহ আমাদের আদর্শ মার্কেট আগুন লেগে পুড়ে যায়। পরে মার্কেট পুনর্নির্মাণ করে আমরা ব্যবসা শুরু করি। পরে আওয়ামী গুন্ডা বাহিনী সন্ত্রাসী মহড়া দিয়ে মার্কেট ছাড়ার হুমকি দিয়ে যায়। আমরা মেয়র মো. হানিফকে স্মারকলিপি দিই। পরে সিটি কর্পোরেশনের ছত্রছায়ায় আমাদের আদর্শ মার্কেট দখল করে নেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তারা বলেন, আমাদের দোকানে রক্ষিত মালামাল আত্মসাৎ করে। দখল, উচ্ছেদের বিরুদ্ধে আদালতে মামলায় জয় লাভ করেও মার্কেটের দখল বুঝে পাইনি। বিবাদীরা ও সিটি কর্পোরেশন হাইকোর্টে আপিল করলে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন।
ব্যবসায়ীরা বলেন, আমরা মেয়র মো. হানিফের কাছে দোকান বরাদ্দ চেয়েছি, মেয়র সাঈদ খোকনের কাছেও আবেদন করেছিলাম। পরে মেয়র ফজলে নূর তাপসের কাছে, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে পুনর্বাসন চেয়ে আবেদন করেছিলাম। সিটি কর্পোরেশনের বিভিন্ন মেয়ররা আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে আওয়ামী নেতা কর্মীদের ও নামে-বেনামে আত্মীয়-স্বজনদের দোকান বরাদ্দ দিয়েছেন।
তারা বলেন, আমরা প্রকৃত ক্ষতিগ্রস্ত দোকানি হিসেবে দোকান বরাদ্দ পাওয়ার হকদার। আমরা সিটি কর্পোরেশনের যেকোনো মার্কেটের ফ্লোর বরাদ্দ পেলে ধার্য করা নির্মাণ ব্যয় পরিশোধ করব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া আদর্শ মার্কেট ক্ষতিগ্রস্ত দোকানদার কল্যাণ সমবায় সমিতির সভাপতি সৈয়দ মুহাম্মদ সাইদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান, সহ সভাপতি নাইম হাওলাদার প্রমুখ।
এএসএস/এসএসএইচ