গত ১৬ বছরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) যে ইমেজ সংকট তৈরি হয়েছে সেখান থেকে বের হয়ে জনগণের আস্থার জায়গায় আসার পরামর্শ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ শেষে বৃহস্পতিবার (২৯ আগস্ট) সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন। তাদের নেতৃত্বে চার সদস্যের একটি টিম দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন।

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, কাউকে পদে বসানো, কাউকে পদত্যাগ করানো, কারও থেকে চাঁদা তোলা বা তদবির করা এগুলো প্রাচীন, অতীত। আমরা এসবকে লকারবন্দি করতে চাই। 

তিনি বলেন, সারাদেশের বিভিন্ন স্থানে আমাদের নাম বা সাইন জালিয়াতি করে হুমকি ও মামলা দেওয়া হচ্ছে, আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার অভিপ্রায়ে এসব করা হচ্ছে। আমাদের সমন্বয়ক নাম ব্যবহার করে বিশেষ কোনো সুযোগ-সুবিধা নেওয়ার সুযোগ নেই। সিস্টেম সিস্টেমের মতো করে চলবে। দুদকের আইন অনুযায়ী দুদক কাজ করবে।

অন্যদিকে সমন্বয়ক সারজিস আলম বলেন, গত ১৬ বছরে দুদকের যে ইমেজ সিংকট তৈরি হয়েছে তা থেকে যেন তারা বের হয়ে আসতে পারে সে বিষয়ে আমরা দুদকের চেয়ারম্যানের সাথে কথা বলেছি। দুদক যেন জনগণের আস্থার জায়গা ফিরে পেতে পারে।

আরএম/এসএম