পূর্বাচল নতুন শহর প্রকল্পে অতিরিক্ত দায়িত্ব পেলেন দুই প্রকৌশলী
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের সহকারী প্রকৌশলী হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন দুইজন প্রকৌশলী।
শুক্রবার (৩০ আগস্ট) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
এর আগে রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন একটি অফিস আদেশ জারি করে তাদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন জানান, রাজউকের জোন ৫ সহকারী প্রকৌশলী আবু হায়াত এবং নির্বাহী প্রকৌশলী বাস্তবায়ন ৫ এর দপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুস সাত্তারকে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
এএসএস/এমএসএ