ঈদের বাড়তি ছুটির দাবিতে সড়কে পোশাক শ্রমিকরা
রাজধানীর কালশী ২২ তলা ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা
ঈদের ছুটি বাড়ানোর দাবিতে আবারও রাজধানীর কালশী ২২ তলা ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক শ্রমিকরা।
সোমবার (১০ মে) সকাল থেকে রাজধানীর মিরপুরের কালশীতে স্ট্যান্ডার্ড পোশাক কারখানার সামনে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা। বেলা ১২টা পর্যন্ত সেখানে বিক্ষোভের পর তাদের সরিয়ে দেয় পুলিশ। দুপুর ২টার দিকে আবারও তারা কারখানার সামনের সড়কে জড়ো হন।
বিজ্ঞাপন
আন্দোলনরত শ্রমিক মনির হোসেন জানান, বছরের দুটা ঈদ ছাড়া বাড়ি যাওয়া হয় না। সারা বছর কাজ করতে হয়। কিন্তু এবার ঈদে মাত্র তিন দিন ছুটি দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও যেতে আর আসতে দুদিন শেষ হয়ে যায়। বাকি থাকে এক দিন। তাহলে কীভাবে আত্মীয়স্বজনের সঙ্গে ঈদ করব? ঈদে বাড়তি ছুটি পাব, এ আশায় তো বাড়তি কাজ করা। আগে মালিকপক্ষ বলেছিল আট দিনের ছুটি দেবে। কিন্তু গতকাল ঘোষণা দেওয়া হয় ঈদের ছুটি তিন দিন। তাই আমরা আন্দোলনে নেমেছি।
বিজ্ঞাপন
আন্দোলনরত শ্রমিকরা বলেন, ঈদের বাড়তি ছুটি এবং বাড়ি যাওয়ার সঠিক বন্দোবস্তই হতে পারে এর সমাধান। একদিকে ছুটি কম, আরেকদিকে সব বন্ধ। নিম্ন আয়ের মানুষরা তাহলে কী করবে?
সর্বশেষ তথ্য অনুযায়ী, পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ শ্রমিকদের সঙ্গে সমঝোতার চেষ্টায় ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। শ্রমিকরা এখনও সেখানে অবস্থান করছেন।
ঢাকা পোস্টকে ওসি জানান, ছুটির বিষয়টি গার্মেন্টস কর্তৃপক্ষের সিদ্ধান্ত। যেহেতু গ্যাদারিং (জমায়েত) হচ্ছে, সড়ক অবরোধ হচ্ছে, যান চলাচল বিঘ্নিত হচ্ছে, সেজন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পুলিশ মালিক-শ্রমিক উভয়পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করছে।
জেইউ/এমএআর/