চট্টগ্রামে সাইকেল চুরির চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (১০ মে) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, রোববার  রাতে নগরীর ডবলমুরিং থানার বলিরপাড়া সিডিএ ১ নং গলির শেষ মাথা থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া যুবকরা হলেন, আব্দুল মালেক রুমান (২২) ও বেলাল উদ্দিন রনি (২৮)।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, তাদের চক্রে মোট চারজন সদস্য রয়েছেন। বাকি দুইজন হলেন, জনি ও রাজু। তারা চারজনই দিনে সাইকেল চুরি ও রাতে ইয়াবা বিক্রি করে। তাদের দুজন সদস্য দিনে রেকি করে সাইকেলের অবস্থান নিশ্চিত করে। পরে চারজন মিলেই সেটা চুরি করে। অন্যদিকে তাদের মধ্যে একজন ইয়াবা সংগ্রহ করে। দুইজন ক্রেতা সংগ্রহ করে। বাকিজনের কাছে সেই ইয়াবা রাখা থাকে।

তিনি বলেন, রোববার রাতে যখন তারা ইয়াবা বিক্রি করতে যাচ্ছিল তখন বলিরপাড়া সিডিএ ১ নং গলির শেষ মাথায় জুনাইদ কটেজে সাইকেল দেখতে পেয়ে চুরি করতে যায়। কিন্তু চুরি করার সময় ঘরে থাকা সিসি ক্যামেরায় বিষয়টি দেখে চিৎকার দেন গৃহকর্ত্রী। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে রুমানকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে যায়। পরে রুমানের দেওয়া তথ্যের ভিত্তিতে রনিকে আটক করা হয়। এ সময় আব্দুল মালেক রুমানের পকেট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কেএম/এসকেডি