রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকার একটি বাসায় দোলনায় দোল খাওয়ার সময় গলায় ফাঁস লেগে লাবিব (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায়। রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি সিদ্দিক মাস্টার এলাকায় পরিবারের সঙ্গে বাস করতেন তিনি।

নিহত লাবিবের মা লাবনী আক্তার জানান, আমার ছেলে বাক প্রতিবন্ধী কথা বলতে পারে না। সন্ধ্যার দিকে সে দোলনায় দোল খাচ্ছিল। এ সময় অসাবধানতাবশত ওই দোলনায় গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এমজে