অক্টোবর থেকে জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করবে বিইআরসি
অক্টোবর মাস থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করা হবে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
এর আগে নির্বাহী আদেশে জেট ফুয়েলের দাম নির্ধারণ করতো সরকার। তবে এখন থেকে তা বিইআরসি কর্তৃক নির্ধারিত হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। ৩১ আগস্ট ডিজেল-কেরোসিনের দাম ১টা ২৫ পয়সা ও পেট্রোল-অকটেনের দাম ৬ টাকা কমানো হয়।
ওএফএ/এমএসএ