রাতে বৃষ্টি নামতে পারে ঢাকায়
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ধ্যার পর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বৃষ্টি আগামীকাল দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আকাশে মেঘ দেখা যাচ্ছে। সন্ধ্যার পর রাতে ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে হালকা থেকে মাঝারি দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে আজ সকালে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের প্রায় সব বিভাগেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বিজ্ঞাপন
একে/এসকেডি