চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭৬ জনে। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০৩ জন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৭০৪ জন।

শুক্রবার (১৪ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৭টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১২৬০ টি নমুনা পরীক্ষায় ১০৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম নগরীর ৭১ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৩২ জন রয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫১ হাজার ৭০৪  জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৪১ হাজার ৩৬৩ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ৩৪১ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১ জনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৫৭৬ জনের। যার মধ্যে নগরীর ৪২৬ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৫০ জন রয়েছেন।

কেএম/এসকেডি