‘সংশোধন নয়, নতুন সংবিধান প্রণয়ন করতে হবে’
দেশের বর্তমান সংবিধান সংশোধন নয় বরং নতুন করে প্রণয়ন করার দাবি জানিয়েছেন বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশ্লেষক রিফাত হাসান।
তিনি বলেন, পবিত্র কিতাব হিসেবে নয় বরং গণ-অভ্যুত্থানে প্রকাশিত জনগণের সার্বভৌম ইচ্ছার দলিল হিসেবেই নতুন সংবিধান দরকার।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসির উদ্যোগে থিয়েটার ইনস্টিটিউটে ‘নতুন সংবিধান ও ফ্যাসিস্ট পরবর্তী বাংলাদেশের নয়া গঠন’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
রিফাত হাসান বলেন, সংশোধন নয়, নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এক্ষেত্রে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। কারণ, জনগণের সার্বভৌম ইচ্ছার অংশের প্রতিফলনই সংবিধানে হতে হবে। নতুন সংবিধানের মাধ্যমে রাষ্ট্রগঠনে আমাদের যে সামাজিক চুক্তি, সেটি স্পষ্ট করতে হবে।
বিজ্ঞাপন
আলোচনা সভায় শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, ব্যাংকার, শ্রমজীবীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। তারা আলোচনায় অংশ নেওয়ার মাধ্যমে রাষ্ট্র ও অর্থনীতির পুনর্গঠন সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন।
অপরদিকে আয়োজক সংগঠন স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি ভবিষ্যতেও এই ধরনের অন্তর্ভুক্তিমূলক আলোচনা সভার আয়োজন করবে বলেও জানানো হয়েছে।
আরএইচটি/এএমকে