এলিফ্যান্ট রোডের নিজ বাসার ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. তাজউদ্দিন (৫৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করে।
বিজ্ঞাপন
ওই বাসার ম্যানেজার রাসেল বলেন, আমার বাসার মালিক ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তিনি ছাদ থেকে নিজে লাফ দিয়েছেন, নাকি অসাবধানবশত নিচে পড়ে গেছেন সে বিষয়ে কিছু বলতে পারছি না।
মারা যাওয়া তাজউদ্দিনের ভাই জামিলউদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/জেডএস