চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায় টায়ারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আব্দুল মালেক বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি। 

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। 

এমআর/জেডএস