চট্টগ্রামে জনি হত্যা মামলার আসামি সাজ্জাদ গ্রেফতার
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার মোস্তফা হাকীম বাগানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে জনি (২৪) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাজ্জাদকে (২০) গ্রেফতার করেছে র্যাব-৭।
রোববার (১৬ মে) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার (১৭ মে) জানিয়েছেন র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, চট্টগ্রাম নগরীর হালিশহর হাউজিং এলাকায় মো. জনি হত্যার ঘটনা ঘটে। এরপর জনির বাবা মো. নুরুল আলম ৬ মে হালিশহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের হওয়ার পর থেকেই র্যাব ছায়া তদন্ত শুরু করে।
বিজ্ঞাপন
র্যাবের এ কর্মকর্তা জানান, ছায়া তদন্তের এক পর্যায়ে র্যাব জানতে পারে জনি হত্যা মামলার এজহারনামীয় আসামি সাজ্জাদ মোস্তফা হাকীম বাগানবাড়ী এলাকায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে র্যাব-৭ রোববার দিনগত রাতে অভিযান চালিয়ে সাজ্জাদকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, সাজ্জাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম নগরীর হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
কেএম/জেডএস