শ্রমিকের মানবাধিকারের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের দাবি
তৈরী পোশাক খাতে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে শ্রমিকের মানবাধিকারের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের দাবির কথা উল্লেখ করেছেন আলোচকরা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর সিরডাপ অডিটরিয়ামে এক গোল টেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) উদ্যোগে ও নেদারল্যান্ড ভিত্তিক সংগঠন মন্ডিয়াল এফএনভি এর সহযোগিতায় এই বৈঠকের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, বাংলাদেশে তৈরী পোশাক খাতে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে শ্রমিকের মানবাধিকারের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে এবং জেন্ডার নিরাপত্তা, কর্মক্ষেত্রে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থা, শ্রমিকের জীবনমান, সামাজিক সুরক্ষা ইত্যাদি নিশ্চিতকরণে জাতীয় ও আন্তর্জাতিক মান অনুসরণ করা খুব দরকার।
তারা বলেন, ব্র্যান্ডস ও বায়ারদের সরবরাহ চেইনে জাতিসংঘসহ আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসায়িক দায়বদ্ধতা নীতি অনুসরন করে কর্মক্ষেত্রে শ্রমিকের মানবাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করা জরুরি। এ ক্ষেত্রে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে ব্যান্ডস-বায়ারদের সাথে সক্রিয় যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করতে হবে।
বিজ্ঞাপন
বক্তারা আরও বলেন, সরবরাহ চেইনে মানবাধিকার নিশ্চিত করা একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, সুতরাং এর প্রতিটি ক্ষেত্রে ট্রেড ইউনিয়নের সক্রিয় ভূমিকা থাকা দরকার। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রের দুর্বলতাগুলোকে সঠিকভাব চিহ্নিত করতে হবে।
বিলসের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বাদল খানের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাজেরা খাতুন, শ্রম অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ নাসিরউদ্দিন, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইন কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, ড্যানিশ দূতাবাসের সেক্টর কাউন্সিলর ওলে জাস্টিন, আইএলওর কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আনিস প্রমুখ।
এএসএস/এমটিআই