চট্টগ্রাম বন্দরে কন্টেইনার চাপায় শ্রমিক নিহত
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
চট্টগ্রাম বন্দরে কাজ করার সময় কন্টেইনার চাপায় মো. খোকন (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া। তিনি বলেন, বিকেল ৪টার দিকে বন্দরে কাজ করার সময় কন্টেইনারের নিচে চাপায় আহত খোকনকে হাসপাতালে নিয়ে আসেন তার সহকর্মীরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
খোকন বন্দর থানার পশ্চিম গোসাইলডাঙ্গা এলাকার বাসিন্দা মৃত এনাম আলীর ছেলে।
কেএম/এফআর
বিজ্ঞাপন