ঢাকার ব্যস্ততম সড়ক খিলক্ষেতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আলী আসাদ (৪৮)। তিনি মিরপুর শাহ আলী এলাকায় থাকতেন।

শনিবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ-১ এলাকার ফ্লাইওভারের ঢালে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে ওই আরোহীর মৃত্যু হয়েছে। প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে।

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, বিস্তারিত ঘটনা জানার জন্য পুলিশের একটি টিম কাজ করছে।

খিলক্ষেত থানার ইন্সপেক্টর (তদন্ত) আশিকুর রহমান জানান, মোটরসাইকেলে চালিয়ে যাওয়ার সময় যেকোনো একটি যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

এমএসি/জেডএস