সংবাদপত্রের আলোচিত খবর
সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের ‘ইচ্ছাপূরণ’ প্রকল্প বাতিল হচ্ছে
ছবি : সংগৃহীত
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের নির্বাচনী এলাকা রাজবাড়ীতে একটি রেল কারখানা নির্মাণের প্রকল্প নিয়েছিল বাংলাদেশ রেলওয়ে। ব্যয় সাড়ে সাত হাজার কোটি টাকার বেশি। অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পটি বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
বিজ্ঞাপন
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
বিজ্ঞাপন
সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের ‘ইচ্ছাপূরণ’ প্রকল্প বাতিল হচ্ছে
রেল মন্ত্রণালয়ের এখনকার শীর্ষস্থানীয় কর্মকর্তারা বলছেন, চট্টগ্রামের পাহাড়তলী ও নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের দুটি কারখানা রয়েছে। জনবলসংকট, কম বরাদ্দ, পুরোনো যন্ত্রপাতি ও কাঁচামালের অভাবে কারখানা দুটি ধুঁকছে। সে দুটির আধুনিকায়ন না করে নতুন কারখানা করার উদ্যোগটি নেওয়া হয়েছিল।
কালবেলা
অর্থনীতিতে হাসিনার বোঝা সরাতে পারছে না সরকার
একটি দেশের নতুন সরকারের কর্মকাণ্ডের একশ দিনকে বলা হয় ‘হানিমুন পিরিয়ড’। এই সময়ে সরকারের গৃহীত কর্মসূচি, কর্মপরিকল্পনায় আঁচ করা যায় তারা কোন দিকে যাচ্ছে বা যাবে। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাস পার হয়েছে। তবে আগের শেখ হাসিনা সরকার অর্থনীতিকে যে খাদের কিনারে ফেলে গেছে, তা এখনো টেনে তুলতে পারেনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।
১৮ লাখ ৩৫ হাজার কোটি টাকা ঋণের দায় রেখে গত ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে শেখ হাসিনা সরকার। এরপর ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। সেই থেকে অর্থনীতিতে ব্যাপক সংস্কারের ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট উত্তরণের চেষ্টাও চলছে। তবে কোনো কিছুতেই কিছু হচ্ছে না। দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতিতে জড়িত হাসিনা সরকার পরিবর্তনের পর দেশের সর্বস্তরের মানুষ আশায় বুক বেঁধেছিল। কিন্তু দিন যতই যাচ্ছে, মানুষের আশার আলো ফিকে হতে শুরু করেছে।
বণিক বার্তা
এবার ১০ শৈত্যপ্রবাহের পূর্বাভাস, চাপ বাড়বে কৃষি অর্থনীতিতে
বিদায়ের পথে কার্তিক। ধীরে ধীরে নামছে তাপমাত্রা। উত্তরের জনপদে হালকা শীতের আমেজ। আজ ও আগামীকাল বৃষ্টি হতে পারে দেশের তিন বিভাগে। এরপর থেকে কমতে শুরু করবে তাপমাত্রাও। আবহাওয়া অধিদপ্তরের আভাস, চলতি মাসের মাঝামাঝিতেই শীত অনুভূত হতে পারে।
আর ডিসেম্বর ও জানুয়ারিতে বয়ে যেতে পারে কয়েক দফা শৈত্যপ্রবাহ। আবহাওয়ার তিন মাসব্যাপী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। তীব্র শীতে এবার গ্রামীণ অর্থনীতিতে চাপ বাড়াবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।
কালবেলা
১৬ বছরে গুমের শিকার সাড়ে ৩ হাজার মানুষ
আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে কমপক্ষে সাড়ে ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন বলে ধারণা করছে অন্তর্বর্তী সরকার গঠিত গুম-সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। এসব মানুষের পরিচয় শনাক্তের চেষ্টা করছে কমিশন।
গতকাল শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাকে এসব তথ্য অবহিত করেন কমিশনের সদস্যরা। ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই গুম-সংক্রান্ত পূর্ণ প্রতিবেদন জমা দিতে পারবেন বলেও জানান তারা।
গুমের ঘটনায় দায়ীদের শনাক্ত ও তাদের জবাবদিহির আওতায় আনতে কমিশনকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। এ সময় উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য সেখানে উপস্থিত ছিলেন।
ইত্তেফাক
পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র গোলাবারুদ আন্ডারওয়ার্ল্ডে!
সারা দেশে খুন, ছিনতাই, চুরি ও ডাকাতির মতো ভয়ংকর অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। রাত যত গভীর হতে থাকে সড়কের নিয়ন্ত্রণ চলে যায় এসব অপরাধীদের হাতে। বিশেষ করে রাজধানীতে এখন সাধারণ মানুষের মধ্যে ছিনতাই নিয়ে আতঙ্ক বিরাজ করছে। খোদ রাজধানীতে সহস্রাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটলেও মাত্র অর্ধশতাধিক ভুক্তভোগী থানায় অভিযোগ করেছে। বেশিরভাগ ছিনতাইয়ের ঘটনা পুলিশের অপরাধ পরিসংখ্যানের মধ্যে নথিভুক্ত করা হয়নি।
পূর্ব শত্রুতা, ব্যক্তিগত বিরোধ ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে খুনোখুনির ঘটনা বেড়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর ৩০ আগস্ট পর্যন্ত রাজধানীতে ২৯টি খুনের ঘটনা ঘটে। তবে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে রাজধানীতে বিভিন্ন অপরাধ ও ঘটনায় দুই শতাধিক লাশ উদ্ধার হয়। এর মধ্যে শতাধিক খুনের ঘটনা রয়েছে। গত বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাসে ৫৬টি খুনের ঘটনা ঘটে। সে অনুযায়ী বিগত তিন মাসে ১৩০টি খুনের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলার এমন পরিস্থিতির জন্য পুলিশের লুট হওয়া অস্ত্র গোলাবারুদকে দায়ী করছেন অপরাধ বিশেষজ্ঞরা।
কালবেলা
স্বাধীন পুলিশ কমিশন গঠন অপরিহার্য
নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশকে মানবিক হিসেবে গড়ে তুলতে স্বাধীন পুলিশ কমিশন গঠন অপরিহার্য। গতকাল শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) উদ্যোগে আয়োজিত ‘জনমুখী পুলিশসেবা নিশ্চিতকল্পে পুলিশ কমিশন গঠন ও অন্যান্য সংস্কারের প্রস্তাব’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমাদের পুলিশ কমিশন গঠন করা জরুরি। ৮ আগস্টের পর পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে কথা হয়। পুলিশ কমিশন গঠন তাদের দাবি ছিল। তারা আর রাজনীতিকরণের অংশ হতে চায় না। ‘দানবিক পুলিশের’ থেকে ‘মানবিক পুলিশ’ গঠনের ক্ষেত্রে একটি স্বাধীন পুলিশ কমিশন অপরিহার্য। যে কোনো উপায়ে পুলিশ বাহিনীর ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক পুনঃস্থাপন করতে হবে। আমাদের শিক্ষার্থীরা পুলিশকে সাহায্য করছে। তারা ট্রাফিক সামলানোর মতো গুরুত্বপূর্ণ কাজও করছে।
আরও পড়ুন
কালের কণ্ঠ
৯ বছরে কাশেম মোল্লার পকেটে শতকোটি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাশেম মোল্লা ৯ বছরে শতকোটি টাকার মালিক হয়েছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) বলছে, সীমাহীন দুর্নীতির মাধ্যমে ওই ওয়ার্ডের দুইবারের কাউন্সিলর এই বিপুল অর্থের মালিক হয়েছেন বলে গত মার্চ মাসে অভিযোগ পাওয়া গেছে। কালের কণ্ঠ’র সরেজমিন অনুসন্ধানে কাশেম মোল্লার বিরুদ্ধে সরকারি প্লট দখল, চাঁদাবাজি, অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন আবুল কাশেম মোল্লা। এরপর ২০২০ সালেও তিনি কাউন্সিলর নির্বাচিত হন।
প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হওয়ার আগে নির্বাচন কমিশনে দেওয়া আবুল কাশেম মোল্লার সম্পদের তথ্য অনুযায়ী, সে সময় তাঁর কাছে নগদ ৭৪৩ টাকা, ১০ লাখ ৪০ হাজার ৬৫৭ টাকা মূল্যের একটি মাইক্রোবাস, ৬০ হাজার টাকার ইলেকট্রনিকস পণ্য ও ৮০ হাজার টাকার আসবাব ছিল। ৯ বছর পর ২০২৪ সালে তাঁর সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় শতকোটি টাকা।
আজকের পত্রিকা
বোতলজাত ৬ টাকার পানি বিক্রি হয় ২০ টাকায়
বোতলের পানি এখন দেশের কোটি কোটি মানুষের ভরসা। বাড়িতে পরিবারের জন্য ব্যবহার ছাড়াও হোটেল-রেস্তোরাঁ, উৎসব, সরকারি-বেসরকারি অনুষ্ঠান—সর্বত্র ব্যবহৃত হয় বোতলের পানি। দিনে দিনে এই পানি হয়ে উঠেছে দৈনন্দিন জীবনের অপরিহার্য অনুষঙ্গ। ভোক্তাস্বার্থের পক্ষে কাজ করা সংগঠনগুলোর অভিযোগ, এই নির্ভরশীলতার সুযোগ নিয়ে কোম্পানিগুলো উৎপাদন খরচ বৃদ্ধির তুলনায় অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়িয়েছে। অনুসন্ধান বলছে, বাজার দখলে রাখতে পাইকারি ও খুচরা বিক্রেতাদের বড় মুনাফা দেওয়া চড়া দামের বড় কারণ।
গত শতকের নব্বইয়ের দশকে দেশে বোতলে পানির ব্যবহার শুরু হয়। শুরুর দিকে এই পানি কিনে খাওয়া প্রায় বিলাসিতা মনে হলেও গত সাড়ে তিন দশকে জীবনযাপনের প্রায় সাধারণ অনুষঙ্গ হয়ে উঠেছে এটি। ক্রমেই বেড়েছে বাজার। প্রতিযোগিতা কমিশনের পর্যালোচনা অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে দেশে এই পানি বিক্রি হয়েছিল ৫৫ কোটি ২৪ লাখ ৫৯ হাজার লিটারের বেশি। আর ২০২২-২৩ অর্থবছরের ৩১ জানুয়ারি পর্যন্ত (যে পর্যন্ত তথ্য পাওয়া গেছে) বিক্রি হয়েছে প্রায় ৪০ কোটি লিটার।
কালের কণ্ঠ
বাংলাদেশ ব্যাংক বা আর্থিক গোয়েন্দা সংস্থা (বিএফআইইউ) কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে রিসিভার নিয়োগ দিতে পারে না। যদি কোনো প্রতিষ্ঠানের রিসিভার নিয়োগ দিতে হয় তাহলে পার করতে হয় দীর্ঘ একটি প্রক্রিয়া। কিন্তু বিএফআইইউর বরাত দিয়ে কয়েক দিন থেকে বিভিন্ন গণমাধ্যমে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানে রিসিভার নিয়োগ বিষয়ে প্রতিবেদন দেখা যাচ্ছে। এ বিষয়ে বিএফআইইউ ও বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তারা।
বিএফআইইউর প্রধান (চলতি দায়িত্ব) এ কে এম এহসান কালের কণ্ঠকে বলেন, ‘একটি ব্যবসায়ী গ্রুপে রিসিভার নিয়োগ দিয়েছিলেন আদালত। কিন্তু তারা রিট করার কারণে প্রক্রিয়াটি এখন স্থগিত আছে। ওই কম্পানির আরো কিছু প্রতিষ্ঠানের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে অন্য কোনো প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
যুগান্তর
সাম্প্রতিক বন্যায় প্রায় ২৩১টি প্রধান সড়কের ১২৪০ কিলোমিটার রাস্তা এবং প্রায় সাড়ে তিনশ ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো নতুন করে তৈরি অথবা মেরামত করতে সদ্য বিদায়ি সরকারের শেষ সময়ে দরপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়। প্রায় ২৩ হাজার কোটি টাকা ব্যয়ের এই কাজ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বিদ্যমান পরিস্থিতিতে একরকম স্থবির হয়ে পড়েছে সড়ক ও জনপথের (সওজ) ১০টি জোন। বিপুল অঙ্কের এই টাকার সংস্থান থাকলেও কাজ শুরু করতে পারছে না সওজ। কারণ অন্তর্ভুক্ত ১০৫টি প্রকল্পের মধ্যে বেশিরভাগ দরপত্রে ঠিকাদারদের প্রতিযোগিতামূলক অংশগ্রহণ না হওয়ার বিষয়টি সামনে আনা হয়েছে। এ অবস্থায় পুনঃটেন্ডার প্রক্রিয়া শুরু হলে জুনের আগে এই কাজ আর আলোর মুখ দেখবে না। এতে ভাঙাচোরা এসব সড়ক আরও বেহাল হতে পারে-এমন আশঙ্কা প্রকৌশলীদের।
টিবিএস
জুলাই-অক্টোবরে চট্টগ্রাম কাস্টমের রাজস্ব ঘাটতি ২,৪১৭ কোটি টাকা
অর্থবছরের প্রথম চার মাসে চট্টগ্রাম কাস্টম হাউসের লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব কম আদায় হয়েছে ৯.০৭ শতাংশ বা ২ হাজার ৪১৭ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে রাজস্ব দেশের বৃহৎ এই কাস্টমস স্টেশনের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৬৩০ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২৪ হাজার ২২৩ কোটি টাকা।
কাস্টমস কর্মকর্তারা জানান, গত প্রায় দুই বছর ধরে ডলার সংকট ও এলসি-সংক্রান্ত জটিলতায় আমদানিতে নেতিবাচক প্রভাব রয়েছে। এরমধ্যে চলতি অর্থবছর শুরুর সাথে সাথে জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়। দফায় দফায় বন্ধ হয়ে যায় বন্দর কাস্টমসের কার্যক্রম। আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর এখনো এক ধরনের অস্থিরতা রয়েছে। এতে বৈশ্বিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে। কমে যায় সার্বিক আমদানি।
এছাড়া নির্বাচন প্রশ্নে বিএনপি আপস করবে না; নূর হোসেন চত্বরে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জিরোপয়েন্টে থাকবে; ‘গোপন বৈঠক’ কক্সবাজারে ১৯ ইউপি সদস্য আটক—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।