চট্টগ্রামের কর্ণফুলী থানার বোর্ড বাজার এলাকায় ছুরিকাঘাতে মো. মুরাদ (২৮) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৮ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জমিজমার বিরোধ ও মাটি ভরাটকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে মুরাদের সঙ্গে স্থানীয় কয়েকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মুরাদকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে মুরাদকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুরাদ কর্ণফুলী থানার বোর্ড বাজার এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।

কেএম/এমএইচএস