রাজধানীর বিমানবন্দর থানার কাওলা রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩৭) এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. তারা মিয়া জানান, আমরা খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর কাওলা রেলক্রসিং এলাকায় গিয়ে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, স্থানীয় লোকজনের মুখে জানতে পারি রাস্তা পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডির ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তে প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এসএএ/জেডএস