গুলশানের বাটলারস ক্যাফেকে লাখ টাকা জরিমানা
রাজধানীর গুলশানের বাটলারস ক্যাফেকে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানান, বুধবার ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নয়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাস্ক না পরায় ৩টি মামলায় ৭০০ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা গুলশানের বাটলারস ক্যাফেতে অভিযান পরিচালনা করেন। এ সময় আমদানিকারকের লেভেলবিহীন খাদ্যদ্রব্য পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৭টি মামলায় ১৯ হাজার ১০০ টাকা এবং ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৫টি মামলায় মোট পরিমাণ ১ লাখ ২৪ হাজার ৩০০ টাকা আদায় করা হয়েছে।
বিজ্ঞাপন
এএসএস/এসকেডি