টেকনোলজি অ্যাওয়ার্ড জিতল তিন সেতু নির্মাণ প্রকল্প
কাঁচপুর সেতু প্রকল্প
কাঁচপুর, মেঘনা এবং গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ প্রকল্প জাপান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স (জেএসসিই) অ্যাওয়ার্ড ২০২১ এর টেকনোলজি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে।
বুধবার (১৯ মে) জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
ইঞ্জিনিয়ারিং টেকনোলজির উন্নয়নে অসাধারণ এ নির্মাণ কাজের জন্যই প্রকল্পটিকে পুরস্কৃত করা হয়েছে। সমাজের উন্নয়নে অবদান রাখায় এ স্বীকৃতি পেল কাঁচপুর, মেঘনা এবং গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ প্রকল্প।
আরএইচডি, ওরিয়েন্টাল কনসাল্টেন্ট গ্লোবাল, জাপান স্ট্রাকচারাল ব্রিজ রিসার্চ ইনস্টিটিউট, কাতাহিরা ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল, দাইনিপ্পন কনসাল্টেন্ট, এসএমইসি ইন্টারন্যাশনাল, ওবায়েশি করপোরেশন, শিমিজু করপরেশন, জেএফই ইঞ্জিনিয়ারিং, আইএইচ ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমস এবং সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানিয়েছেন প্রকল্পের দায়িত্বে থাকা কর্মকর্তারা।
বিজ্ঞাপন
পিএসডি/আরএইচ