খাল পরিষ্কার ও খালপাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (৪ জানুয়ারি) রাজধানীর ইব্রাহিমপুর খাল (কচুক্ষেত রজনীগন্ধা মার্কেটের বিপরীত দিকে শেওড়াপাড়ামুখী রাস্তা) পরিষ্কার ও খালপাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ডিএনসিসি।

অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম অংশ নিয়ে এর সার্বিক কার্যক্রম তদারকি করছেন। তিনি বলেন, নদী যেভাবে দখলমুক্ত হয়েছে সেভাবে আমাদের খালগুলোও দখলমুক্ত হবে। বর্জ্য অপসারণের পাশাপাশি খালের পাড় বাঁধাই করে গাছ লাগানো হবে। সেখানে পায়ে হাঁটার রাস্তাও তৈরি হবে।

মেয়র আতিক বলেন, খালের অনেক জায়গা দখল হয়ে গেছে সেটা দেখাই যাচ্ছে। এসব কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। 

এদিকে, গত ৩১ ডিসেম্বর ঢাকা ওয়াসা থেকে সব খাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও উত্তর সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু এসব খাল-বক্স কালভার্ট দীর্ঘদিন ধরে ওয়াসার হাতে ছিল, তাই ওয়াসাও সিটি করপোরেশনকে কারিগরি সহযোগিতা দিবে। ওয়াসার সঙ্গে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, সে অনুযায়ী শুরুতে ওয়াসা থেকে কারিগরি সহযোগিতা, যন্ত্রপাতি ও জনবল দেওয়ার শর্ত রয়েছে।

অন্যদিকে, এই কার্যক্রমের ধারাবাহিকতায় গত শনিবার বর্জ্য অপসারণ কার্যক্রমে পান্থপথ বক্স কালভার্টের পাঁচটি ড্রেনেজ পিট থেকে ৭৪ টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পান্থপথ বক্স কালভার্টে মোট ২৪টি মুখ (ড্রেনেজ পিট) রয়েছে। এর মধ্যে প্রথম দিনে পাঁচটি ড্রেনেজ পিট থেকে বর্জ্য অপসারণ করা হয়েছে। এ সময় পাঁচটি ড্রেনেজ পিট থেকে প্রায় ৭৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

এএসএস/ওএফ