বাঁশখালীতে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের চেক প্রদান
চেক তুলে দেওয়া হচ্ছে
চট্টগ্রামের বাঁশখালীতে এসআলম গ্রুপের নির্মাণাধীন এস.এস. পাওয়ার প্ল্যান্টে সংঘর্ষে আহত শ্রমিক এবং নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২০ মে) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এসব চেক তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
নিহত ও আহত শ্রমিকদের মধ্য থেকে আজ চট্টগ্রাম অঞ্চলের সাত জনকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে নিহত দুজনের পরিবার ও আহত পাঁচজনকে আর্থিক সহায়তা দেয়া হয়।
নিহত শ্রমিকের পরিবার দুই লাখ করে টাকা পেয়েছে। অন্যদিকে আহতদের ৫০ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদানের চেক দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপমহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবাররাত, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান প্রমুখ।
গত ১৭ এপ্রিল বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় এসআলম গ্রুপের নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৭ শ্রমিক নিহত এবং বেশ কয়েকজন শ্রমিক আহত হন।
কেএম/আরএইচ