প্রথম আলো-ডেইলি স্টার প্রসঙ্গে প্রেস সেক্রেটারি
হামলা নয়, অভিযোগ থাকলে আদালতে যান
দেশ-বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে প্রথম আলো-ডেইলি স্টারের বিরুদ্ধে নানা কর্মসূচি দিচ্ছে তৌহিদী জনতার ব্যানারে একদল বিক্ষুদ্ধ জনতা। সোমবার (২৫ নভেম্বর) প্রথম আলোর রাজশাহী অফিসের সাইনবোর্ড ভাঙচুর করে পত্রিকায় আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
এ অবস্থায় দুটি পত্রিকার বিষয়ে কোনো অভিযোগ থাকলে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, আমি রাজশাহীতে প্রথম আলো কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানাই। প্রথম আলো, ডেইলি স্টার বা অন্য কোনো গণমাধ্যমের সাংবাদিকতার বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনি প্রতিকারের জন্য আদালতে যেতে পারেন। শান্তিপূর্ণ প্রতিবাদও করতে পারেন।
বিজ্ঞাপন
গণমাধ্যমের বিরুদ্ধে প্রতিবাদ নতুন কিছু নয়। এটা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। তবে সাংবাদিকদের হুমকি ও ভয় দেখানো বা গণমাধ্যমে হামলা সহ্য করা হবে না, বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে, রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে আবারও অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। সেখানে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও।
এনএম/জেডএস