স্বাস্থ্যখাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি
সাংবাদিক রোজিনা ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, নির্যাতনকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের শাস্তি ও স্বাস্থ্যখাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি করেছে বিভিন্ন সংগঠন।
বৃহস্পতিবার (২০ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি উত্থাপন করেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশে, জাতীয় যুব জোট, জাতীয় নারী জোটসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
বিজ্ঞাপন
সমাবেশে বক্তারা বলেন, পুরো স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। পুরো মন্ত্রণালয় দুর্নীতির সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পড়েছে। গত অর্থবছরের বাজেটে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনসহ স্বাস্থ্যখাতের প্রয়োজনীয় যন্ত্রপাতি-সরঞ্জাম সংগ্রহের জরুরি কাজ না করে অপ্রয়োজনীয় ও ভুয়া কেনাকাটায় ব্যস্ত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একমাত্র কাজ দুর্নীতি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম খারাপ করা।
জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি নইমুল আহসান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, শ্রমিক জোটের সহসভাপতি আব্দুর রাজ্জাক, যুব জোটের সহসভাপতি কাজী সালমা সুলতানা, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, কৃষক জোটের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ফসি, ছাত্রলীগের (হা-ন) সভাপতি আহসান হাবিব শামীম, সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী প্রমুখ।
বিজ্ঞাপন
এমএইচএন/এসকেডি