সৌদিগামীদের বাতিল হওয়া ফ্লাইট কবে কখন
বাংলাদেশ বিমানের পুরাতন ছবি
করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে দুই সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইটে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা রোববার (৩ জানুয়ারি) থেকে তুলে নেওয়া হয়েছে। এ সময় ফ্লাইটের জন্য যারা টিকেট নিয়েছিলেন সেসব যাত্রীর টিকেট অব্যবহৃত রয়ে গেছে। সেসব যাত্রীকে সৌদি পাঠানোর সিডিউল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, আগামী ৬ জানুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইটগুলো নিয়মিতভাবে চলাচল করবে। যারা আগের ফ্লাইটের টিকেট কিনেছিলেন তাদের বর্তমান ফ্লাইটগুলোতে আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।
বিজ্ঞাপন
বিমান সূত্রে জানা গেছে, ঢাকা থেকে জেদ্দা, দাম্মাম ও রিয়াদ- এই ৩ রুটে ২১ ডিসেম্বর থেকে আটকে যাওয়া যাত্রীদের জন্য সময়সূচি ইতোমধ্যে যাত্রী ও ট্রাভেল এজেন্টদের ক্ষুদেবার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গত ২০ ডিসেম্বর থেকে এক সপ্তাহ এবং পরে ২৭ ডিসেম্বর থেকে আরেক সপ্তাহের জন্য আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ রাখে সৌদি। সেই সঙ্গে স্থল ও জলপথও বন্ধ ঘোষণা করে সৌদি।
তবে এখন থেকে সৌদি আরবে ঢুকতে গেলে দুটি কড়া নির্দেশনা মানতে হবে। যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা বা করোনার নতুন ধরন শনাক্ত হওয়া কোনো দেশ থেকে সৌদি নাগরিক নন এমন কেউ সৌদিতে যেতে হলে তাকে কমপক্ষে ১৪ দিন অন্যত্র অবস্থান করতে হবে। পরে ননকোভিড সার্টিফিকেট জমা দিতে হবে।
পাশাপাশি করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়া দেশ থেকে সৌদি নাগরিকেরা জরুরি ও মানবিক কোনো কারণে দেশে ফিরতে চাইলে নিজ বাড়িতে কমপক্ষে ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করতে হবে। পরে দুটি (পিসিআর) পরীক্ষার ফলাফল জমা দিতে হবে। পরীক্ষার ফলাফল প্রথমটি দেশে পা রাখার ৪৮ ঘণ্টার মধ্যে এবং দ্বিতীয়টি ১৩তম দিনের হতে হবে।
আর যেসব দেশে করোনার নতুন ধরন শনাক্ত হয়নি সেসব দেশ থেকে সৌদি আরবগামীদের ক্ষেত্রে আগের নিয়মই চালু থাকবে। নমুনা পরীক্ষার (পিসিআর) ফলাফলসহ তিন থেকে সাত দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন পালন করতে হবে।
|
রুট |
বাতিল হওয়া ফ্লাইটের তারিখ |
নতুন যাত্রার তারিখ |
ফ্লাইট নম্বর |
|
ঢাকা-জেদ্দা |
২১ ডিসেম্বর |
৭ জানুয়ারি |
বিজি-৪০৩৫ |
|
ঢাকা-জেদ্দা |
২২ ডিসেম্বর |
১০ জানুয়ারি |
বিজি-৪০৩৫ |
|
ঢাকা-জেদ্দা |
২৪ ডিসেম্বর |
১১ জানুয়ারি |
বিজি-৪০৩৫ |
|
ঢাকা-জেদ্দা |
২৭ ডিসেম্বর |
১২ জানুয়ারি |
বিজি-৪০৩৫ |
|
ঢাকা-জেদ্দা |
২৮ ডিসেম্বর |
১৪ জানুয়ারি |
বিজি-৪০৩৫ |
|
ঢাকা-জেদ্দা |
২৯ ডিসেম্বর |
১৭ জানুয়ারি |
বিজি-৪০৩৫ |
|
ঢাকা-জেদ্দা |
৩১ ডিসেম্বর |
১৮ জানুয়ারি |
বিজি-৪০৩৫ |
|
ঢাকা-জেদ্দা |
৩ জানুয়ারি |
১৯ জানুয়ারি |
বিজি-৪০৩৫ |
|
ঢাকা-জেদ্দা |
৪ জানুয়ারি |
২১ জানুয়ারি |
বিজি-৪০৩৫ |
|
রুট |
বাতিল হওয়া ফ্লাইটের তারিখ |
নতুন যাত্রার তারিখ |
ফ্লাইট নম্বর |
|
ঢাকা-দাম্মাম |
২১ ডিসেম্বর |
৯ জানুয়ারি |
বিজি-৪০৪৯ |
|
ঢাকা- দাম্মাম |
২৪ ডিসেম্বর |
১১ জানুয়ারি |
বিজি- ৪০৪৯ |
|
ঢাকা- দাম্মাম |
২৬ ডিসেম্বর |
১৪ জানুয়ারি |
বিজি- ৪০৪৯ |
|
ঢাকা- দাম্মাম |
২৮ ডিসেম্বর |
১৬ জানুয়ারি |
বিজি- ৪০৪৯ |
|
ঢাকা- দাম্মাম |
৩১ ডিসেম্বর |
১৮ জানুয়ারি |
বিজি- ৪০৪৯ |
|
ঢাকা- দাম্মাম |
২ জানুয়ারি |
২১ জানুয়ারি |
বিজি- ৪০৪৯ |
|
ঢাকা- দাম্মাম |
৪ জানুয়ারি |
২৩ জানুয়ারি |
বিজি- ৪০৪৯ |
|
ঢাকা- দাম্মাম |
৭ জানুয়ারি |
২৫ জানুয়ারি |
বিজি- ৪০৪৯ |
|
রুট |
বাতিল হওয়া ফ্লাইটের তারিখ |
নতুন যাত্রার তারিখ |
ফ্লাইট নম্বর |
|
ঢাকা-রিয়াদ |
২২ ডিসেম্বর |
৭ জানুয়ারি |
বিজি-৪০৩৯ |
|
ঢাকা- রিয়াদ |
২৪ ডিসেম্বর |
৮ জানুয়ারি |
বিজি-৪০৩৯ |
|
ঢাকা- রিয়াদ |
২৫ ডিসেম্বর |
১১ জানুয়ারি |
বিজি-৪০৩৯ |
|
ঢাকা- রিয়াদ |
২৭ ডিসেম্বর |
১২ জানুয়ারি |
বিজি-৪০৩৯ |
|
ঢাকা- রিয়াদ |
২৮ ডিসেম্বর |
১৪ জানুয়ারি |
বিজি-৪০৩৯ |
|
ঢাকা- রিয়াদ |
৩১ ডিসেম্বর |
১৫ জানুয়ারি |
বিজি-৪০৩৯ |
|
ঢাকা- রিয়াদ |
১ জানুয়ারি |
১৮ জানুয়ারি |
বিজি-৪০৩৯ |
|
ঢাকা- রিয়াদ |
৪ জানুয়ারি |
১৯ জানুয়ারি |
বিজি-৪০৩৯ |
এআর/এইচকে