গ্রেফতার জাহিদ ও খোকন

চট্টগ্রামে শীর্ষ মাদক কারবারি মো. জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (৩২) ও মো. মঞ্জুরুল আলম খোকনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৯ মে) গভীর রাতে নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ৯ নম্বর রোড সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারের বিষয়টি বৃহস্পতিবার (২০ মে) ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন। গ্রেফতার দুজনের বিরুদ্ধেই ৮টি করে মামলা রয়েছে।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, জাহিদ ও খোকন ডবলমুরিং-বন্দর এলাকার মাদক কারবারের অন্যতম নিয়ন্ত্রক। তাদের গ্রুপে আরও ১০ জন আছেন। তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করেন, পাশাপাশি বিভিন্ন স্থান থেকে ক্রেতাও সংগ্রহ করেন। 

গতকাল রাতে তারা তাদের ব্যবসায়িক অংশীদারদের ইয়াবা বুঝিয়ে দেওয়ার জন্য সিডিএ আবাসিক এলাকার ৯ নম্বর রোডের মাথায় অবস্থান করছিলেন। এসময় পুলিশ অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে জাহিদকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য মতে, খোকনকেও গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কেএম/আরএইচ/জেএস