করোনায় মৃত এক ব্যক্তির দাফন- ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত হাজার ৬৫০ জনে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৯১০ জন। এর মাধ্যমে আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ১৬ হাজার ৯২৯ জনে দাঁড়িয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৯১৭ হাজার জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৬১ হাজার ৫১৫ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২৬টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৪০টি র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ১৮০টি ল্যাবে ১২ হাজার ৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩২ লাখ ৭২ হাজার ৪২৩টি নমুনা।

গতকালের পরিস্থিতি

রোববার (০৩ জানুয়ারি) তার আগের ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে ২৭ জন রোগীর মৃত্যু হয়। যার মাধ্যমে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় সাত হাজার ৬২৬ জনে।

ওই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৮৩৫ জন। এর মাধ্যমে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচ লাখ ১৬ হাজার ১৯ জনে।

এফআর/জেডএস