আওয়ামী রাজনীতিবিদসহ স্বার্থান্বেষী ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের আইনি পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)।

সংগঠনটি বলছে, অপকর্মে জড়িত সব শ্রেণী-পেশার আমলাদের বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকার কর্তৃক তাদের কৃত অপরাধের বিচারের জন্য এ ধরনের ন্যায় সংগত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাকে আমরা সমীচীন মনে করি।

শনিবার (৩০ নভেম্বর) সংগঠনটির মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ্ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  আমলাতন্ত্রের আবরণে ক্ষমতা ও আর্থিকভাবে লাভবান হয়ে অপরাজনীতিকে প্রশ্রয় দিয়ে দেশের সামগ্রিক প্রশাসন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছিল। তৎকালীন ক্ষমতাসীনদের কাছাকাছি থেকে এসব আমলারা শুধু অর্থ সম্পদের জৌলুস বানাননি, প্রশাসনের অভ্যন্তরে থেকে একটা স্বার্থবাদী, সংবাদ ও দলদাস আমলা গোষ্ঠী তৈরির করার ফলে সমগ্র প্রশাসনে দক্ষ, নিরপেক্ষ ও জনবান্ধব আমলাতন্ত্রের ওপরে কালিমালিপ্ত করেছে। চিহ্নিত এসব অপকর্মে জড়িত সব শ্রেণী-পেশার আমলাদের বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকার কর্তৃক তাদের কৃত অপরাধের বিচারের জন্য এ ধরনের ন্যায় সংগত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাকে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সাধুবাদ জানায় এবং সমীচীন মনে করে।

অপরাধী যেই হোক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে আইন প্রয়োগকারী সংস্থা ও আইন ও বিচার বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন রকম কুণ্ঠাবোধ করবে না বলে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন প্রত্যাশা করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমান বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী পেশাদার, দক্ষ ও নিরপেক্ষ একটি প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য অ্যাসোসিয়েশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সদস্যদের অসাধারণ কর্মনিষ্ঠা, পেশাদারিত্ব, ত্যাগ-তিতিক্ষা, দায়িত্ববোধ এবং সর্বোপরি সেবাধর্মী মানসিকতা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনকে একটি ঐতিহ্যবাহী সংগঠনে পরিণত করেছে।

এমএম/এমজে