দারুল উলূম মুঈনুল ইসলাম

চট্টগ্রামের দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় চলতি শিক্ষাবর্ষে (২০২১-২২) ভর্তি হতে হলে স্মার্টফোন ব্যবহার না করাসহ সাতটি শর্ত মানতে হবে।

গত মঙ্গলবার (১৮ মে) মাদরাসা কর্তৃপক্ষের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব শর্ত যুক্ত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মজলিসে এদারী ও মজলিসে ইলমির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ মে থেকে জামিয়ার সব বিভাগের নতুন ও পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হবে।

ভর্তির জন্য দেওয়া শর্তগুলো হলো - আচার-আচরণ, চাল-চলন, পোশাক-পরিচ্ছদ তালিবুল ইলমের মানসম্পন্ন হতে হবে এবং শরিয়াহ পরিপন্থী কোনো কার্যকলাপে লিপ্ত হওয়া যাবে না। প্রচলিত রাজনৈতিক ও অরাজনৈতিক কোন সংগঠন এবং আইন-শৃঙ্খলা বিরোধী কোন কার্যক্রমের সাথে কোনরূপ সম্পৃক্ত থাকা যাবে না।

শর্তের মধ্যে আরও রয়েছে, জামিয়ার ক্লাস ও ছাত্রাবাসসহ ক্যাম্পাসে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কোনো প্রকার স্মার্টফোন পাওয়া গেলে জব্দ করা হবে। সাধারণ মোবাইল ফোন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত ব্যবহারের সুযোগ থাকবে। কোন ছাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলে শাস্তির যোগ্য বলে বিবেচিত হবে। জামিয়া ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করতে হবে। প্রত্যেক জামাতে কোটাভিত্তিক ছাত্র ভর্তি করা হবে। মেধাবী ও আখলাকী ছাত্রদের প্রাধান্য দেওয়া হবে। 

কওমিপন্থি আলেমদের সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান কেন্দ্র  হিসেবে পরিচিত এ মাদ্রাসা। শর্ত সম্পর্কে জানতে চাইলে মাদরাসার পরিচালনা পরিষদের সদস্য মাওলানা ইয়াহইয়া ঢাকা পোস্টকে বলেন, এ বছরই প্রথম এমন নিয়ম করা হয়নি। এ নিয়ম আগে থেকেই চলছিল। আগে কোনো নোটিশ ছিল না বলে ছাত্ররা স্মার্টফোন ও ফেসবুক চালিয়েছে। স্মার্ট ফোন চালানোর কারনে বহু মোবাইল জব্দ করেছি আগে। ছাত্ররা ফেসবুক দেখে দেখে লেখাপড়া থেকে দূরে চলে যায়। 

তিনি বলেন, বিজ্ঞপ্তি এজন্য দিয়েছি ছাত্ররা যেন সতর্ক হয়ে যায়। আমাদের এখানে ভর্তি হওয়ার আগে সতর্ক হয়ে যাক। নিয়ম না মেনে চলতে পারলে অন্য জায়গায় লেখাপড়া করতে পারবে। আমাদের এখানে পড়তে চাইলে নিয়ম মেনে পড়ালেখা করতে হবে।

কেএম/আরএইচ