চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় নাসিমা আক্তার (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে থানার বিজয়নগর এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী তার স্বামী নাসিরের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। শনিবার রাতে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে খুন করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআর/জেডএস