ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৩ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর ও দক্ষিণগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মো. শফিকুল ইসলাম শেষ কথাটিও এলাকার উন্নয়নের জন্য বলেছিলেন বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (২১ মে) রাতে নগরীর ৭৩ নম্বর ওয়ার্ডের মানিকদিয়া ক্লাব সংলগ্ন মাঠে প্রয়াত কাউন্সিলর মো. শফিকুল ইসলামের জানাজার পূর্বে স্মৃতিচারণমূলক বক্তব্যে এ কথা জানান তিনি।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, কয়েক দিন আগে আমার সঙ্গে দেখা করে গেলেন। আমাকে বললেন, ভাই, আমি একটু অসুস্থ, হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে। কিন্তু তিনি শেষ কথাটিও তার এলাকার উন্নয়নের জন্য বলেছিলেন। এলাকার কোন কাজটি করতে হবে, সে বিষয়গুলো বিস্তারিত তুলে ধরেছিলেন। আমি আশ্বস্ত করেছিলাম, অবশ্যই হবে। আপনি যেগুলো চাচ্ছেন আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সেগুলো করব। কিন্তু আজ এখানে দাঁড়িয়ে শুধু সেই কথায় মনে পড়ছে, তিনি দেখে যেতে পারলেন না।

তাপস বলেন, আমাদের সেটাই অঙ্গীকার থাকবে, প্রতিশ্রুতি থাকবে, তিনি যে স্বপ্ন দেখেছিলেন অত্র এলাকার জন্য, এলাকার মানুষের জন্য, তিনি যেসব জনকল্যাণমূলক কাজ হাতে নিয়েছিলেন, ইনশাআল্লাহ আমরা সেগুলো সম্পন্ন করে তার স্মৃতির প্রতি, তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করব।

এ সময় ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, কর্মীদের জন্য তিনি একজন আদর্শ ব্যক্তি ছিলেন। যাকে দেখে তারা অনুপ্রাণিত হতেন। সুতরাং তিনি নেই কিন্তু তার কাজ আমাদের মাঝে থাকবে।

অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামালসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এএসএস/এসকেডি