বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, খেলোয়াড় মারিয়া মান্দা, রিতু পর্ণা চাকমা ও মাসুরা পারভিনের সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইউএসএআইডির ‘হেলদিয়ার ইন মোশন: গতিতেই সুস্বাস্থ্য’ ক্যাম্পেইনের প্রচারণায় অংশগ্রহণ করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।

সোমবার (৯ ডিসেম্বর) হওয়া এই ক্যাম্পেইনে শিক্ষার্থী, ক্রীড়াবিদ এবং ফিটনেস প্রেমীরা একত্রিত হয়ে শারীরিক ও মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরেন। যেখানে নারীদের ক্ষমতায়নে এবং পুরুষপ্রধান কার্যক্রমে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করা হয়।

যুক্তরাষ্ট্র দূতাবাসের সার্জে দ্য অ্যাফেয়ার্স এ আই মেগান বোল্ডিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ এবং রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড অনুষ্ঠানের নেতৃত্ব দেন। তারা নারীদের সামাজিক প্রতিবন্ধকতা অতিক্রম করতে এবং সমান সুযোগ সৃষ্টির জন্য সহায়ক পরিবেশ গড়ার গুরুত্ব তুলে ধরেন।

জাতীয় নারী ফুটবল দল বিশ্ববিদ্যালয়ের পুরুষ ও নারী শিক্ষার্থীদের সঙ্গে একটি তারকাময় প্রীতি ফুটসাল ম্যাচে অংশ নেয়, যা খেলাধুলার মাধ্যমে জেন্ডার সমতা ও সহনশীলতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে। শিক্ষার্থীরা ক্যাম্পেইনের দূত এবং ঢাকা ফ্লো’র প্রতিষ্ঠাতা শাজিয়া ওমরের নেতৃত্বে একটি যোগ ব্যায়াম সেশনে অংশ নেন, যা অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা ও মানসিক প্রশান্তির পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে ফুটবল, যোগ ব্যায়াম এবং বক্সিংসহ বিভিন্ন ক্রীড়া ও ফিটনেস কার্যক্রমও ছিল, যা শিক্ষার্থীদের সুস্থ জীবনযাপনের জন্য বিভিন্ন পথ অন্বেষণে উৎসাহিত করেছে।

মার্কিন দূতাবাস জানায়, ইউএসএআইডির ‘হেলদিয়ার ইন মোশন’ ক্যাম্পেইন ক্রীড়াবিষয়ক প্রতিষ্ঠান খেলবেই বাংলাদেশ এবং ঢাকা ফ্লো’র সহযোগিতায় পরিচালিত হয়।

এটি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বের মাধ্যমে নারীদের ক্ষমতায়নে কাজ করে। ক্যাম্পেইনটি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতাগুলো মোকাবিলা করে এমন একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করে। বিশেষ করে নারীরা তাদের সুস্থতার অগ্রাধিকার দিতে এবং শারীরিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন।

‘হেলদিয়ার ইন মোশন’ আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তরুণ, নারী এবং কমিউনিটিকে একত্রিত করে, যেখানে ফিটনেস বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং তারকারা সুস্থ জীবনযাপনের বার্তা তুলে ধরেন।

এনআই/এসএমএইচ