জুলাইয়ের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা, ৫০ বছর বহু শিল্প কর অব্যাহতি পেয়েছে, আর কতকাল?, বিএনপির দিকেই তাকিয়ে আছে দেশের জনগণ : তারেক রহমান, সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ আল-বশির...

মঙ্গলবার দিনভর এমন আরও বেশকিছু খবর-তথ্য প্রকাশ করেছে ঢাকা পোস্ট। দিনের বিভিন্ন সময়ে প্রকাশিত গুরুত্বপূর্ণ এমন কিছু খবর একসঙ্গে পাঠকের সামনে তুলে ধরতে একটি সংকলিত প্রতিবেদন প্রকাশ করা হলো। প্রতিটি খবরের শিরোনামে ক্লিক করলে পাঠক পেয়ে যাবেন মূল সংবাদটি…

জুলাইয়ের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা

জুলাই-আগস্টে সংঘটিত বাংলাদেশ তথা উপমহাদেশের ইতিহাসে নজিরবিহীন গণ-অভ্যুত্থানে শিক্ষার্থী থেকে শুরু করে নানা বয়সী নারীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। সেই উত্তাল সময়ে সাহস করে আন্দোলনে অংশ নেওয়া নারীদের সঙ্গে আজ মঙ্গলবার কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

৫০ বছর বহু শিল্প কর অব্যাহতি পেয়েছে, আর কতকাল?

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ৫০ বছর বহু শিশুকে (শিল্প) লালন করে কর অব্যাহতিসহ নানা সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। আর কতকাল শিশুদের লালন করব। সুরক্ষা থেকে বেরিয়ে আসতে হবে, তা না হলে প্রতিযোগিতামূলক হতে পারব না।

তেজগাঁওয়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, তীব্র যানজট

একটি পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকে গ্রেপ্তারের জেরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে ওই এলাকাসহ রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

বিএনপির দিকেই তাকিয়ে আছে দেশের জনগণ : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুম, খুন ও নির্যাতনের পর এখনও বিএনপির নেতাকর্মীর সংখ্যাই বেশি। তারা ১৫ বছর নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপির এই নেতাকর্মীদের দিকেই তাকিয়ে আছে দেশের জনগণ।

সংখ্যালঘুদের ওপর হামলায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের বিভিন্ন স্থানে মাইনোরিটি রিলেটেড (সংখ্যালঘু) সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৮৮টি মামলা হয়েছে এবং ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা ন্যাক্কারজনক এসব ঘটনায় জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।

দুদকের নতুন চেয়ারম্যান মোমেন, নিয়োগ পেয়েছেন দুই কমিশনারও

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে। কমিশনার হিসেবে তার সঙ্গী হয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ। 

কর্মীদের বেতন বাড়াল সিটি ব্যাংক, সর্বনিম্ন বেড়েছে ১০ হাজার

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি-মুদ্রাস্ফীতির মধ্যে কর্মীদের জীবনযাত্রা সহজ করতে সর্বনিম্ন ১০ হাজার টাকা বেতন বাড়িয়েছে সিটি ব্যাংক।

সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ আল-বশির

প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহীদের সমর্থনে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল-বশির। মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ ভারতে বেচতে ছাড় চায় আদানি

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের গড্ডা বিদ্যুৎ কেন্দ্রের জন্য দেশটির সরকারের কাছে নতুন করে সুবিধা চেয়েছে ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার। ঝাড়খণ্ডের ২ বিলিয়ন ডলারের কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের কর পরিশোধের ক্ষেত্রে দেশটির সরকারের কাছে নতুন করে এই ছাড় চেয়েছে কোম্পানিটি।

ক্যারিবীয় পেসে দিশেহারা হয়ে বিপর্যয়ে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লক্ষ্যে সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এদিনও আগে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা বিপর্যয়ে পড়েছে। ম্যাচের মাত্র ১১ ওভার না যেতেই ৬৪ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। জেইডেন সিলসের সুইংয়ে দিশেহারা হয়ে আউট হয়েছেন সৌম্য সরকার, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। একপ্রান্ত আগলে রাখা তানজিদ তামিমও ক্যাচ দিয়েছেন জাস্টিন গ্রিভসের বলে।

এমজে