মহাখালী বাস টার্মিনালে টিকিট কাউন্টার মাসিক ভাড়ার ভিত্তিতে বরাদ্দ দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির মহাব্যবস্থাপক (পরিবহন) আব্দুল্লাহ আল মাসুদ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

ডিএনসিসির মহাব্যবস্থাপক (পরিবহন) আব্দুল্লাহ আল মাসুদ জানান, মহাখালী বাস টার্মিনালের অভ্যন্তরে অবস্থিত ৪৯ বর্গফুট আয়তনের কয়েকটি টিকিট কাউন্টার মাসিক ভাড়ার ভিত্তিতে অস্থায়ী বরাদ্দ প্রদান করা হবে। পরিবহন ব্যবসায়ীদের নিকট থেকে আমরা ইতোমধ্যে দরখাস্ত আহ্বান করেছি।

আগ্রহী পরিবহন মালিকদের নিজস্ব পরিবহনের প্যাডে ট্রেড লাইসেন্স, গাড়ির সনদ, রুট পারমিট, ফিটনেস সনদসহ আবেদন করতে হবে।

এএসএস/এমজে