ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

আজ (রোববার) দুপুর সোয়া ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. লাভলু বলেন, খবর পেয়ে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনের ফুটপাত থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করি। পরে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানতে পারিনি। তথ্য প্রযুক্তির সহায়তায় তা জানার চেষ্টা চলছে। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসএএ/এমএন