বনশ্রীর ভবনের আগুন এক ঘণ্টা পর নির্বাপণ
ঢাকার বনশ্রীতে একটি আবাসিক ভবনে লাগা আগুন প্রায় পৌনে এক ঘণ্টা পর নির্বাপণ করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার রাত ৮টা ৩৫ মিনিটে বনশ্রী সি ব্লকের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় আগুনের খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর রাত ৯ টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণের খবর দেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি বলেন, আগুন বেশি বড় হয়নি, দুটি ইউনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। হতাহতের ঘটনা ঘটেনি। তবে আটকেপড়া বেশ কয়েকজনকে নিরাপদে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে।
বিজ্ঞাপন
আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ৬ তলা ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।
এমএসি/এমজে